যমুনা টেলিভিশনের দুই সংবাদ কর্মী হত্যাচেষ্টা মামলার আসামি মো. শাওনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। আদালতে হাজির না হওয়ায় সকালে এ আদেশ দেন চীফ মেট্রেপলিটান ম্যাজিস্ট্রেট আদালত।
মামলার সাক্ষীরা হাজির না হওয়ায় তাঁদের বিরুদ্ধেও অজামিনযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত। আগামী ২০ ডিসেম্বর মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণের দিন নির্ধারন করেছে আদালত। ওদিন সাক্ষী এবং আসামি শাওনকে হাজির করার নির্দেশ দেন আদালত। শুনানিতে বাদির আইনজীবী এখলাছ উদ্দীন ভূইয়া জানান, আসামিরা সাক্ষীদের ভয়ভীতি দেখিয়ে সাক্ষ্য দিতে বাধা দিচ্ছে। ন্যায় বিচারের স্বার্থে সাক্ষীদের হাজির করা প্রয়োজন। ২০১৬ সালে পুরান ঢাকায় অবৈধ পলিথিন নিয়ে প্রতিবেদন করতে গেলে আসামিরা যমুনা টিভির দুই সংবাদ কর্মীর ওপর হামলা করে।
Leave a reply