বিদ্যুতের দাম বৃদ্ধির প্রভাব কৃষিতে পড়বে না: খাদ্যমন্ত্রী

|

সিনিয়র করেসপনডেন্ট, নওগাঁ:

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, সরকার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করছে। ভর্তুকি মূল্যেই জমিতে বিদ্যুতের সেচ সুবিধা পায় কৃষক। ফলে বিদ্যুতের দাম বৃদ্ধিতে কৃষিতে প্রভাব পড়বে না। বৃহস্পতিবার (৭ মার্চ) নওগাঁ জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

এ সময় মিল মালিকদের উদ্দেশে খাদ্যমন্ত্রী বলেন, একটি লাইসেন্সের বিপরীতে একাধিক গুদাম রাখা যাবে না। ভিন্ন ভিন্ন নামের লাইসেন্স থাকলে গুদামগুলো সেভাবেই চিহ্নিত করে রাখতে হবে। সেটির হিসাবও আলাদা দেখাতে হবে।

দেশে খাদ্যের অভাব নেই উল্লেখ করে মন্ত্রী বলেন, খাদ্য নিয়ে দুশ্চিন্তা করার কারণ নেই। প্রাকৃতিক দুর্যোগের দিকে লক্ষ্য রেখে বাজেটে গম কেনার কথা ছিল, এরই মধ্যে সাড়ে ৩ লাখ মেট্রিক টন গম কেনার প্রক্রিয়া শেষ হয়েছে। এ সময় গুজবে কান না দিয়ে একসঙ্গে বেশি চাল না কেনার আহ্বানও জানান মন্ত্রী।

/এনকে


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply