তৈরি পোশাক মালিকদের শীর্ষ সংগঠন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতির (বিজিএমইএ) নির্বাচনের ভোটগ্রহণ চলছে। সকাল (৯ মার্চ) সকাল ১০টায় শুরু হয় ভোটগ্রহণ। চলবে বিকেল ৫টা পর্যন্ত। দুটি প্যানেলে এবার প্রতিদ্বন্দ্বিতা করছেন ৭০ জন উদ্যোক্তা। ভোটের মাধ্যমে নির্বাচিত হবে, ২০২৪-২০২৬ মেয়াদের নেতৃত্ব।
নির্বাচনী প্রতিদ্বন্দিতায় অংশ নিচ্ছে ‘ফোরাম’ ও ‘সম্মিলিত পরিষদ’ নামে দুটি প্যানেল। ঢাকা ও চট্টগ্রামের ৩৫টি পরিচালক পদে মোট প্রার্থী ৭০ জন। ফোরাম প্যানেলের নেতৃত্ব দিচ্ছেন ফয়সাল সামাদ। আর সম্মিলিত পরিষদের নেতৃত্বে আছেন এস এম মান্নান কচি। ঢাকা ও চট্টগ্রাম মিলিয়ে এবার মোট ভোটার প্রায় আড়াই হাজার। এবারের নির্বাচনে অংশ নিচ্ছে বড় সংখ্যক তরুণ উদ্যোক্তা।
বিজিএমইএ’র উত্তরার নিজস্ব কমপ্লেক্সে চলছে এ ভোটাভুটি। খাত সংশ্লিষ্টদের প্রত্যাশা, নির্বাচিত নতুন নেতৃত্ব দেশের পোশাক খাতকে আরও এগিয়ে নিতে অবদান রাখবে।
/এমএন
Leave a reply