সৌদি আরবের জেদ্দায় অবস্থিত আল সালাম রাজপ্রাসাদ এলাকায় একটি হামলার চেষ্টা ব্যর্থ করে দিয়েছে নিরাপত্তাকর্মীরা। এতে একজন হামলাকারী ও দুই নিরাপত্তাকর্মী নিহত হয়েছেন। সৌদি সামাজিক মাধ্যমে এমন খবর ছড়িয়ে পড়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স ও মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
তবে সংবাদমাধ্যম দুটি জানিয়েছে, তাদের নিজস্ব সূত্র এমন কোনো তথ্য নিশ্চিত করেনি।
এদিকে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া খবরের ভিত্তিতে যুক্তরাষ্ট্র সৌদিতে বসবাসরত নাগরিকদের চলাচলে সতর্ক হতে নোটিশ জারি করেছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমের বরাত দিয়ে আল-জাজিরা জানায়, শনিবার সৌদি আরবের উপকূলীয় শহর জেদ্দার আল-সালাম প্যালেসে হামলার ঘটনায় অন্তত একজন হামলাকারী এবং দুইজন আক্রমণকারী নিহত হয়েছে। তবে, সৌদি কর্তৃপক্ষ এ হামলার বিষয়ে এখন পর্যন্ত কোনো বক্তব্য দেয়নি। ধারণা করা হচ্ছে, কোনো জঙ্গি সংগঠন হামলা চেষ্টার সাথে জড়িত থাকতে পারে।

