শরীয়তপুরে জাল ভোট দিতে এসে এসএসসি পরীক্ষার্থীসহ আটক ২

|

শরীয়তপুর করেসপনডেন্ট:


শরীয়তপুরের জাজিরার বড়কান্দি ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে জাল ভোট দিতে এসে রাকিব মাদবর ও শাওন মাদবর নামে দুই যুবককে আটক করা হয়েছে। শনিবার (৯ মার্চ) বিকেলে বড়কান্দি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ডুবিসায়বর হাট সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।

আটককৃতদের মধ্যে রাকিব মাদবর ডুবিসায়বর বন্দর এলাকার রেজাউল মাদবরের ছেলে। সে এবছর চলমান মাধ্যমিক পরীক্ষায় অংশ নিচ্ছে। আর শাওন মাদবর রামকৃষ্ণপুর এলাকার মনির মাদবরের ছেলে।

কেন্দ্রটির প্রিজাইডি অফিসার মো. আশরাফুজ্জামান জানান, গত বছরের ৯ সেপ্টেম্বর বড়কান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফি উদ্দিন খলিফার মৃত্যুতে ইউনিয়নটিতে চেয়ারম্যান পদে উপ-নির্বাচন দেয়া হয়। বিকেলে ইউনিয়নটির ২ নম্বর ওয়ার্ডের ডুবিসায়বর হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কেন্দ্রে জাল ভোট দিতে এসে আটক হন শাওন মাদবর নামের এক যুবক। কিছুক্ষণ পর একই অভিযোগে আটক করা হয় রাকিব মাদবর নামের এক এসএসসি পরীক্ষার্থীকে।

তিনি আরও জানান, ওই দুজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতকে বিষয়টি জানানো হয়। আটককৃতদের বিষয়ে পরবর্তীতে সিদ্ধান্ত নেয়া হবে বলেও জানান তিনি।

/এএস


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply