প্রশ্ন ফাঁসের প্রতিবাদে আজও অনশন অব্যাহত

|

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় প্রশ্ন ফাঁসের প্রতিবাদে আজো অনশন অব্যাহত রেখেছেন আইন বিভাগের শিক্ষার্থী আখতার হোসেন। ভর্তি প্রক্রিয়া বাতিলসহ চার দাবিতে গতকাল দুপুর থেকে বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে আমরণ অনশন শুরু করেন ওই শিক্ষার্থী।

তার এই অনশনের সমর্থনে জানিয়েছেন বিশ্ববদ্যালয়ের বেশ কয়েকজন শিক্ষার্থী ও কয়েকটি সংগঠন। বিকেলে অনশনে একাত্মতা প্রকাশ করেন কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী সংগঠন ‘সাধারণ শিক্ষার্থী অধিকার সংরক্ষণ পরিষদ’।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য ও সুনাম রক্ষায় দ্রুত ভর্তি পরীক্ষা বাতিল করে পুনরায় পরীক্ষা গ্রহণের আহ্বান জানান সংগঠনের যুগ্ম আহ্ববায়ক নুরুল হক। সেই সাথে জালিয়াতির মাধ্যমে ভর্তি হওয়া সকল শিক্ষার্থীর বহিষ্কার দাবি করেন অনশনরত আখতার হোসেন। অনশনে আরো সংহতি প্রকাশ করেছে বাংলাদেশ ছাত্র ফেডারেশন, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply