নানা নাটকীয়তার পর যৌন হয়রানির অভিযোগের মুখে পদত্যাগ করলেন ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী এম জে আকরব।
দেশটির গণমাধ্যম এনডিটিভি জানায়, বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দফতর বরাবর লিখিত পদত্যাগ পত্র জমা দেন তিনি। এতে উল্লেখ করেন, তার বিরুদ্ধে আনা অভিযোগের জেরে ব্যক্তিগত ভাবে আদালতের কাছে বিচার চেয়েছেন তিনি। আদালতেই লড়তে চান তিনি। তাই বিচারের স্বার্থে দায়িত্ব থেকে সরে দাঁড়াতে চান এম জে আকবর। এছাড়া তার বিরুদ্ধে আনা সব অভিযোগ মিথ্যা বলেও দাবি করেন তিনি। দেশটির নারী সাংবাদিক প্রিয়া রামানি হ্যাশট্যাগ মি টু আন্দোলনে আকবরের বিরুদ্ধে প্রথম যৌন হয়রানির অভিযোগ তোলেন। প্রিয়ার পর আকবরের বিরুদ্ধে একই অভিযোগ করেন আরও ১১ নারী। এদিকে রামানির বিরুদ্ধে মানহানির মামলা করেছেন এম জে আকবর।
Leave a reply