নারায়ণগঞ্জে রাজউকের অভিযান, ৬ রেস্টুরেন্টকে ৩ লাখ টাকা জরিমানা

|

স্টাফ করেসপনডেন্ট, নারায়ণগঞ্জ:

নারায়ণগঞ্জের বালুর মাঠ এলাকায় আবাসিক ভবনে গড়ে উঠা রেস্তোরাঁয় অভিযান চালিয়েছে রাজধানী উন্নয়ন করপোরেশন (রাজউক)। অভিযানে ছয়টি রেস্তোরাঁকে ৩ লাখ জরিমানা করা হয়। পাশাপাশি জননিরাপত্তা ও অগ্নিনির্বাপন ব্যবস্থা নিশ্চিত করতে ৭ দিনের সময় বেঁধে দেয়া হয়।

রেস্টুরেন্টগুলো হলো, দ্য ডাইনিং লাউঞ্জ, ক্রাশ স্টেশন, ক্রাউন বাফেট, স্টার লাউঞ্জ, সুলতান’স ডাইন এবং স্ম্যাক।

রোববার (১০ মার্চ) দুপুরে রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রট আমিনুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এসময় উপস্থিত ছিলেন রাউজকের ৮ নং জোনের দ্বায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ইলিয়াস হোসেন, পরিদর্শক শফিউল্লাসহ অন্যান্য কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

অভিযান শেষে রাজউকের নিবার্হী ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জানান, ভবনে জরুরি বহির্গমন ব্যবস্থা না থাকায় ৬টি প্রতিষ্ঠানকে মোট ৩ লাখ জরিমানা করা হয়েছে। রাজউকের পক্ষ থেকে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

/এএস


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply