লোকসভা নির্বাচনে তৃণমূলের প্রার্থী হচ্ছেন ইউসুফ পাঠান

|

ভারতের আসন্ন লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের বহরমপুর থেকে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের হয়ে লড়বেন ভারতের জাতীয় দলের সাবেক ক্রিকেটার ইউসুফ পাঠান। রোববার (১০ মার্চ) দলের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের ৪২টি আসনে দলীয় প্রার্থী ঘোষণা করেন। সেখানেই দেখা যায় ইউসুফের নাম। খবর টাইমস অব ইন্ডিয়া’র।

ইউসুফের জন্ম গুজরাটে। থাকেন সেখানেই। এদিকে ভারতীয় জাতীয় কংগ্রেসের ঘাঁটি বলে পরিচিত বহরমপুর। ২০১৯ নির্বাচনে কংগ্রেস পশ্চিমবঙ্গে মাত্র দুটি আসনে জিতেছিল, তার একটি বহরমপুর। এমনকি আসনটির বর্তমান সাংসদ অধীর রঞ্জন চৌধুরী, যিনি হলেন লোকসভায় রাহুল গান্ধীর দলের নেতা। ১৯৯৯ সাল থেকে এই আসনের সাংসদ তিনি। তাই নির্বাচনে ইউসুফের লড়াইটা বেশ কঠিন হবে বলে মনে করছেন সেখানকার বিশ্লেষকরা।

উল্লেখ্য, জোটে না থেকে এবার একা নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, তার দল এবার আসাম ও মেঘালয় রাজ্যেও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে। এদিকে অবাঙালি হলেও ভারতীয় প্রিমিয়ার লিগে (আইপিএল) কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলায় রাজ্যে বেশ জনপ্রিয়তা রয়েছে ইউসুফ পাঠানের।

/এমএইচআর


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply