বাংলাদেশ ন্যাপের চেয়ারম্যান ও মহাসচিবকে বহিস্কার করেছে দলের অন্য নেতারা। আজ সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো দলের প্রচার সম্পাদক এ. রহমান জিকু স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, বিএনপি নেতৃত্বাধীন ২০ দলে ছিলো, আছে, থাকবে দলটি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল সন্ধ্যায় ঢাকায় বসবাসরত কেন্দ্রীয় নেতাদের একটি বৈঠক দলের কেন্দ্রীয কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে দলটির চেয়ারম্যান জেবেল রহমান গানি ও মহাসচিব এম গোলাম মোস্তফা ভূঁইয়াকে সকল পদ-পদবী, প্রাথমিক সদস্য পদ থেকে বহিস্কার করা হয়। এসময় এম এন শাওন সাদেকীকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মশিউর রহমানকে ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব দেয়া হয়।
এর আগে, মঙ্গলবার ২০ দল থেকে বের হয়ে যাওয়ার ঘোষণা দেয় ন্যাপের চেয়ারম্যান জেবেল রহমান গানি। এরপরই আজ এধরনের সিদ্ধান্ত আসলো।
বহিস্কারের প্রতিক্রিয়ায় এম গোলাম মোস্তফা ভূঁইয়া বলেন, যারা বহিষ্কার করার কথা বলছেন, তাদের সেই ক্ষমতা নেই। ২০ দলীয় জোট প্রধান দল বিএনপির মদদে এসব করছেন।
Leave a reply