কাদের ঝুলিতে যাচ্ছে অস্কার?

|

চলচ্চিত্রে সবচেয়ে সম্মানজনক পুরস্কার ‘অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস’ বা অস্কার। কার ভাগ্যে জুটছে ২০২৪ সালের সেরার খেতাব, তা নিয়ে চলছে জল্পনা-কল্পনা। বাংলাদেশ সময় সোমবার সকালে, হলিউডের ডলবি থিয়েটারে বসছে জমকালো আসর। এবার, সঞ্চালনা করবেন জনপ্রিয় উপস্থাপক ও কমেডিয়ান জিমি কিমেল।

অস্কার বা একাডেমি অ্যাওয়াডর্স নিয়ে বরাবরই সবার থাকে বাড়তি আগ্রহ। সময়ের সাথে বাড়ছে উত্তেজনার সেই পারদ। ‘ওপেনহেইমার’, ‘কিলার্স অফ দ্য ফ্লাওয়ার মুন’ নাকি ‘বার্বি’? ৯৬তম আসরে কার মাথায় উঠবে সেরার শিরোপা, জানার জন্য মুখিয়ে গোটা বিশ্ব।

চলচ্চিত্রবোদ্ধাদের ধারণা, ‘গোল্ডেন গ্লোবস’-এর মতো অস্কারেও বাজিমাত করবে ক্রিস্টোফার নোলানের ‘ওপেনহেইমার’। যুক্তরাষ্ট্রের থিওরিটিক্যাল ফিজিসিস্টের জীবনী নিয়ে বানানো সিনেমা মনোনয়ন পেয়েছে সেরা অভিনেতা-পরিচালকসহ মোট ১৩টি ক্যাটাগরিতে।

ছবি: ইউনিভার্সাল

১০টি মনোনয়ন পেয়ে এগিয়ে আছে ‘কিলার্স অফ দ্য ফ্লাওয়ার মুন’। অনেকেই এগিয়ে রাখছেন মারগট রবি আর রায়ান গসলিংয়ের ‘বার্বি’কেও। গেলো বছর বক্স অফিসে ঝড় তোলা এই সিনেমা মনোনয়ন পেয়েছে ৮ ক্যাটাগরিতে। অস্কার বাগিয়ে আনতে পারে এমা স্টোন অভিনীত ইয়োর্গোস ল্যানথিমোসের সিনেমা ‘পুওর থিংস’।

সেরা অভিনেতার মনোনয়ন পেয়েছেন– ব্র্যাডলি কুপার, কোলম্যান ডমিঙ্গো, পল জিম্যাটি, কিলিয়ান মারফি ও জাফ্রি রাইট। চলচ্চিত্র বোদ্ধারা বলছেন, সেরার তকমা জুটতে পারে কিলিয়ান মারফির হাতে, ‘ওপেনহেইমার’ ঝলকে।

মার্কিন গণমাধ্যম ‘ইউএসএ টুডে’র প্রেডিকশন অনুসারে, অভিনেত্রীর পুরস্কার জুটবে এমা স্টোন বা লিলি গ্ল্যাডস্টনের ভাগ্যে। কারণ, এমা ‘পুওর থিংস’-এ অনবদ্য অভিনয় করেছেন। অন্যদিকে, কিলার্স অব দ্য ফ্লাওয়ার মুন’-এ লিলি গ্ল্যাডস্টনের পারফরম্যান্স ছিল অনন্য সাধারণ।

‘কিলার্স অব দ্য ফ্লাওয়ার মুন’-এ লিলি গ্ল্যাডস্টন। ছবি: অ্যাপল স্টুডিও

মনোনীত ৫ পরিচালকের চারজনই ইউরোপীয়। সবচেয়ে প্রবীণ ৮১ বছর বয়সী স্করসেসিসহ তালিকায় আরও আছেন ক্রিস্টোফার নোলান, জোনাথন গ্লেজার, ইয়োর্গোস ল্যানথিমোস ও জাস্টিন ট্রিয়েট। এই ক্যাটাগরিতে নোলানের জেতার সম্ভাবনা বেশি, বলছেন বিশেষজ্ঞরা।

রুপালি পর্দার জগতে বিশ্বের সবচেয়ে বনেদি পুরস্কার হিসেবে বিবেচিত ‘অস্কার’। ১৯২৯ সাল থেকে এ সম্মাননা দিয়ে আসছে, যুক্তরাষ্ট্রের অ্যাকাডেমি অব মোশন্স পিকচার আর্টস এন্ড সায়েন্স।

গোটা অনুষ্ঠান সরাসরি দেখাবে ‘এবিসি’ চ্যানেল তাদের ওয়েবসাইটে। এবিসি অ্যাপেও দেখা যাবে। এছাড়া, এবিসি প্রোগ্রামিংসহ নানা স্ট্রিমিং প্ল্যাটফর্মে দেখা যাবে এই বর্ণাঢ্য অনুষ্ঠান।

/এএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply