ইন্দোনেশিয়ায় ভয়াবহ বন্যা ও ভূমিধসে কমপক্ষে ১৯ জন প্রাণ হারিয়েছেন। এখনও নিখোঁজ রয়েছেন ৭ জন। রোববার (১০ মার্চ) এমনটা জানিয়েছে সংবাদ সংস্থা রয়টার্স।
শুক্রবার থেকে সুমাত্রা দ্বীপে হচ্ছে একটানা ভারি বর্ষণ। জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতর জানিয়েছে, প্রায় একলাখ মানুষ ঠাঁই নিয়েছেন আশ্রয় ক্যাম্পে। দ্বীপের পশ্চিমাঞ্চল সবচেয়ে ক্ষতিগ্রস্ত। ভূমিধসে চাপা পড়েছে পাহাড়ের নীচের গ্রামগুলো।
উদ্ধার কাজ শুরু হলে ১৯ জনের মরদেহ উদ্ধার করা হয়। নিখোঁজ এখনও অনেকে। মাটি ও গাছ উপড়ে গিয়ে বিচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা। রাস্তাঘাট বন্ধ হয়ে যাওয়ায় ক্ষতিগ্রস্তদের কাছে ত্রাণ পৌঁছাতে বেগ পাচ্ছেন উদ্ধারকর্মীরা।
প্রসঙ্গত, গত ডিসেম্বরে সুমাত্রার লেক টোবার কাছে ভূমিধস ও বন্যায় বেশ কয়েকটি বাড়ি ভেসে যায়। সে ঘটনায় নিহত হয় অন্তত দুজন।
/এএম
Leave a reply