বীর মুক্তিযোদ্ধা এম এ খালেক শেখ’র ২২তম মৃত্যুবার্ষিকী আজ

|

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বিশিষ্ট সমাজসেবক, বীর মুক্তিযোদ্ধা এম এ খালেক শেখ’র ২২তম মৃত্যুবার্ষিকী আজ। ২০০২ সালের ১০ মার্চ লিভার সংক্রান্ত জটিলতায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

তার বাড়ি গোপালগঞ্জের মুকসুদপুর এলাকায়। তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ অনুসারী ছিলেন।

পুলিশের সাবেক এই সদস্য বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণের নির্দেশনার পরই এলাকার যুবকদের সংগঠিত করে মুক্তিযুদ্ধের প্রাথমিক প্রশিক্ষণ দিতে শুরু করেন। তখন রাতে স্থানীয় গোহালা টি সি এ এল উচ্চ বিদ্যালয় মাঠে আড়াই হাত বাঁশের লাঠি তৈরি করে প্রাথমিক প্রশিক্ষণ দিয়ে তাদেরকে ভারতে পাঠান। এভাবে তিনি এলাকার প্রায় ৬০ জন যুবককে ভারতে পাঠান। যারা ফিরে এসে সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করে। এর মধ্যে তার আপন দুই ভাই ও এক ভাগ্নেও ছিলেন। এক ভাই ছিলেন মুজিব বাহিনীর সদস্য।

যুদ্ধের সময় পাকিস্তানি মিলিটারিরা তার শিরচ্ছেদের জন্য ১০ হাজার টাকা পুরস্কার ঘোষণা করে তার বিরুদ্ধে মৃত্যু পরোয়ানা জারী করে। পুরো এলাকায় ঢোল পিটিয়ে তাকে মৃত বা জীবিত অবস্থায় ধরিয়ে দিতে বলা হয়।

মুক্তিযুদ্ধে সাহসী ভুমিকার জন্য বাঙালি তাকে আজীবন শ্রদ্ধাভরে স্মরণ করবে।

/এএস


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply