৯৬তম অস্কারের মঞ্চ যেনো সাজানো ছিলো ওপেনহাইমারের জন্যই। সেরা সিনেমাসহ এই সিনেমার জন্য ক্রিস্টোফার নোলান জিতেছেন সেরা পরিচালকের পুরষ্কার। এছাড়া সেরা অভিনেতা, পার্শ্ব অভিনেতা, অরিজিনাল স্কোর, সেরা চিত্রসম্পাদনার পুরষ্কার ওঠে ওপেনহাইমার দলের হাতে। মঞ্চে জন সিনার অন্যরুপে হাজির হওয়া থেকে শুরু করে ইউক্রেনের প্রথম অস্কার জয়। সব মিলিয়ে এবারের অস্কার ছিলো অন্যরকম।
চলুন, এক নজরে দেখে নেয়া যাক এবারের অস্কারের আদ্যোপান্ত।
সেরা চলচ্চিত্র: ওপেনহাইমার
সেরা অভিনেতা: কিলিয়ান মারফি (ওপেনহাইমার)
সেরা অভিনেত্রী: এমা স্টোন (পুওর থিংস)
সেরা পরিচালক: ক্রিস্টোফার নোলান (ওপেনহাইমার)
সেরা পার্শ্ব অভিনেতা: রবার্ট ডাউনি জুনিয়র (ওপেনহাইমার)
সেরা পার্শ্ব অভিনেত্রী: ডা’ভাইন জয় র্যান্ডলফ (দ্য হোল্ডওভার)
অ্যাডাপটেড স্ক্রিনপ্লে: আমেরিকান ফিকশন
অরিজিনাল স্ক্রিনপ্লে: অ্যানাটমি অফ আ ফল
সেরা অ্যানিমেটেড ফিচার ফিল্ম: দ্য বয় অ্যান্ড দ্য হেরন
সেরা অ্যানিমেটেড শর্টস: ওয়ার ইজ ওভার! ইন্সপায়ারড বাই দ্য মিউজিক অফ জন অ্যান্ড ইয়োকো
সেরা আন্তর্জাতিক ফিচার ফিল্ম: দ্য জোন অফ ইন্টারেস্ট (ইউকে)
সেরা ডকুমেন্টরি ফিচার ফিল্ম: ২০ ডেইজ ইন মারিউপোল
সেরা ডকুমেন্টরি শর্টস: দ্য লাস্ট রিপেয়ার শপ
সেরা অরিজিনাল স্কোর: ওপেনহাইমার
সেরা মৌলিক গান: হোয়াট ওয়াজ আই মেড ফর (বার্বি)
সেরা শব্দগ্রহন: দ্য জোন অব ইন্টারেস্ট
সেরা মেকআপ অ্যান্ড হেয়ারস্টাইলিং: পুয়োর থিংস
সেরা কস্টিউম: পুওর থিংস
সেরা ভিজ্যুয়াল এফেক্টস: গর্জিলা মাইনাস ওয়ান
সেরা চিত্র সম্পাদনা: ওপেনহাইমার
এবারের আয়োজনে সঞ্চালনার দায়িত্বে ছিলেন জিমি কিমেল। ফেভারিট হিসেবে বিবেচিত আলোচিত ছবি ওপেনহাইমার তারকা রবার্ট ডাউনি জুনিয়র জিতেছেন সেরা সহ-অভিনেতার পুরস্কার। সম্পাদনা ও সিনেমাটোগ্রাফির পুরস্কার দু’টিও জমা পড়েছে এই ছবির ঝুলিতে।
দ্য হোলডোভারস ছবিতে অনবদ্য অভিনয়ের স্বীকৃতি হিসেবে সেরা সহ-অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন দাভিন জয় র্যানডলফ। পুওর থিংস চলচ্চিত্রের ঝুলিতেও জমা পড়েছে ৩টি পুরস্কার। সেগুলো হলো, সেরা প্রোডাকশন ডিজাইন, মেকাপ ও কস্টিউম ডিজাইন।
অপরদিকে সেরা অরিজিনাল স্ক্রিনপ্লে’র পুরস্কার জিতেছে অ্যানাটমি অব আ ফল। সেরা আন্তর্জাতিক চলচ্চিত্রের খেতাব জিতেছে ব্রিটিশ চলচ্চিত্র ‘দ্য জোন অব ইন্টারেস্ট’।
উল্লেখ্য, সোমবার (১১ মার্চ) বাংলাদেশ সময় ভোরে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসের ডলবি থিয়েটারে বসে ৯৬ তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডের অনুষ্ঠান।
/এমএইচআর
Leave a reply