সুপ্রিম কোর্ট বারে মারামারি: ৩ সহকারী অ্যাটর্নি জেনারেল চাকরিচ্যুত

|

ফাইল ছবি।

সুপ্রিম কোর্ট বারে আইনজীবী সমিতির ২০২৪-২৫ সালের নির্বাচনে ভোট গণনাকে কেন্দ্র করে হট্টগোল, হাতাহাতি ও মারামারির ঘটনায় ৩ সহকারী অ্যাটর্নি জেনারেলকে চাকরিচ্যুত করেছে আইনমন্ত্রণালয়। তারা হলেন, জাকির হোসেন মাসুদ, কাজী বশির ও শামা আক্তার।

এ ঘটনায় শুক্রবার (৮ মার্চ) শাহবাগ থানায় মামলা দায়ের করা হয়। গ্রেফতার করা হয় ৫ আইনজীবীকে। এছাড়া আসামি করা হয়, স্বতন্ত্র সম্পাদক প্রার্থী নাহিদ সুলতানা যুথী ও বিএনপি সমর্থিত সম্পাদক প্রার্থী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলসহ ২০ জন আইনজীবীকে। পরে রাতে নাহিদ সুলতানা যুথীর বাসায় অভিযান চালায় গোয়েন্দা পুলিশ। এ সময় তার বাসা থেকে চারজন আইনজীবীকে গ্রেফতার করা হয়।

এর পরদিন সন্ধ্যায় রাজধানীর পল্টনের তোপখানা রোডে নিজ চেম্বার থেকে ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলকে গ্রেফতার করে সিআইডি।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply