ভয়াবহ বন্যার কবলে যুক্তরাষ্ট্র

|

ভয়াবহ বন্যার কবলে পড়েছে যুক্তরাষ্ট্র। রোববার (১০ মার্চ) দেশটির উপকূল অঞ্চলে এই বন্যার ঘটনা ঘটে। পানি বাড়তে বাড়তে আশেপাশে থাকা বাড়ির সিঁড়ি পর্যন্ত পৌঁছে যায় বন্যার পানি। এক প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম ইউএসএ টুডে এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, নিউ হ্যাম্পশায়ারের উপকূলীয় শহর হ্যাম্পটনে ভেসে গেছে রাস্তাঘাট, যোগাযোগ ব্যাবস্থা হয়েছে বিচ্ছিন্ন। সমুদ্রে পানির উচ্চতা বেড়ে আছড়ে পড়ে উপকূলে। ফলে পানিবন্দী হয়ে পড়েছে শহরের বাসিন্দারা।

ভিডিও দেখতে এখানে ক্লিক করুণ

এদিকে, বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন শহরের মানুষেরা। এমতাবস্থায় এলাকায় জরুরি অবস্থা জারি করেছে আবহাওয়া অধিদফতর। স্থানীয় বার্তা সংস্থা জানিয়েছে, বন্যার কারণে বাড়ির বাইরে না যাওয়ার নির্দেশ দিয়েছে পুলিশ।

/এআই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply