ফেসবুক পোস্টকে কেন্দ্র করে ছাত্রলীগকর্মীকে মারধর

|

ময়মনসিংহ ব্যুরো:

ময়মনসিংহের ত্রিশাল পৌরসভা নির্বাচনের একদিন পর ফেসবুকে একটি পোস্ট দেয়াকে কেন্দ্র করে ফয়সাল নামে এক ছাত্রলীগকর্মীকে মারধর করার অভিযোগ উঠেছে। সোমবার (১১ মার্চ) দুপুরে ময়মনসিংহ প্রেসক্লাবে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোমিনুল হাসান সোহান সংবাদ সম্মেলন করে ঘটনার প্রতিবাদ ও দোষীদের বিচার দাবি জানিয়েছেন।

সংবাদ সম্মেলনে ঘটনার জন্য ময়মনসিংহ-৪ আসনের নবনির্বাচিত স্বতন্ত্র সংসদ সদস্য এ বি এম আনিছুজ্জামান আনিস ও তার পুত্রকে দায়ী করেছেন তারা। লিখিত বক্তবব্যে ছাত্রলীগের এই নেতা বলেন, গতকাল ছাত্রলীগ নেতা ফয়সালকে রাস্তা থেকে ধরে নিয়ে বাসার ছাদে উঠিয়ে নির্মমভাবে নির্যাতন করে পুলিশে সোপর্দ করা হয়। এ ঘটনার প্রতিবাদে গতরাতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করলে ফয়সলকে মুক্তি দেয়া হয়।

তবে মারধরের বিষয়টি অস্বীকার করেছেন সংসদ সদস্য এ বি এম আনিছুজ্জামান সাংবাদিকদের জানান, ফেসবুকে আপত্তিকর পোস্ট করায় তাকে পুলিশে সপর্দ করা হয়েছে।

এ বিষয়ে ত্রিশাল থানার ওসি মো. কামাল হোসেন বলেন, ওই যুবকের অভিযোগ তাকে মারধর করা হয়েছে। তার গায়ে আঘাতের চিহ্ন পাওয়া গেছে বলেও জানান তিনি।

/এএস


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply