মাত্র ৪ হাজার টাকার একটা ফোন নিয়ে বিরোধের জেরে খুন হন কবি নজরুল কলেজের শিক্ষার্থী পিয়াস ইকবাল নূর। হত্যাকাণ্ডে ব্যবহৃত আলামতসহ প্রধান ৩ আসামিকে গ্রেফতার করেছে র্যাব।
সোমবার (১১ মার্চ) দুপুরে কারওয়ান বাজারে সংস্থাটির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এ কথা জানান র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।
এ সময় তিনি বলেন, আসামি খালিদ হাসান, আরিফ হোসেন ও মেহেদী হাসান মিরাজকে রাজধানীর মুগদা ও মানিকগঞ্জ থেকে গ্রেফতার করা হয়।
র্যাব জানায়, গত ৭ মার্চ উত্তর মুগদায় একটি পুরাতন মোবাইল বিক্রির টাকা পরিশোধের দ্বন্দ্বে পিয়াস ইকবাল নূর ও শামীম হোসেনকে নৃশংসভাবে ছুরিকাঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এরপর মারা যান পিয়াস। এ ঘটনায় নিহত পিয়াসের পিতা বাদী হয়ে মুগদা থানায় ৬ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।
ব্রিফিংয়ে কমান্ডার মঈন বলেন, যাদের গ্রেফতার করা হয়েছে তাদের বয়স ১৮ থেকে ২১ বছর। কিশোর গ্যাং, গ্যাং কালচার ও কিশোর অপরাধীদের যারা মদদ দিচ্ছে, তাদের আইনের আওতায় আনা হচ্ছে।
/এমএন
Leave a reply