Site icon Jamuna Television

পাবনায় করিমনের চাপায় স্কুলছাত্রী নিহত, সড়ক অবরোধ

পাবনা প্রতিনিধি:

পাবনার চাটমোহরে দুধের ক্যান বোঝাই করিমনের চাপায় রিমি খাতুন (১৪) নামে এক স্কুলছাত্রী নিহত হয়েছে। সোমবার (১১ মার্চ) বেলা ১২টার দিকে চাটমোহর-পাবনা সড়কের মুলগ্রাম ইউনিয়নের অমৃতকুন্ডা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এদিকে, সহপাঠী নিহতের খবর পেয়ে সড়ক অবরোধ করে স্কুলটির শিক্ষার্থীরা।

চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা বিষয়টি নিশ্চিত করেন। নিহত রিমি খাতুন অমৃতকুন্ডা এলাকার জাইদুল ইসলামের মেয়ে। সে উপজেলার সেন্ট রিটাস হাই স্কুলের অষ্টম শ্রেণির ছাত্রী ছিল।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার বেলা ১২টার দিকে কোচিং শেষ করে এক সহপাঠীর সঙ্গে বাড়ি ফিরছিল রিমি। পথে অমৃতকুন্ডা মাদ্রাসা এলাকায় পৌঁছালে উল্টোদিক থেকে আসা দুধের ক্যান বোঝাই একটি করিমন (শ্যালো ইঞ্জিনচালিত গাড়ি) নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে রিমি খাতুনকে চাপা দিলে গুরুতর আহত হয় সে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পরপরই করিমনের চালক পালিয়ে যায়।

এদিকে, দুর্ঘটনায় স্কুলছাত্রী নিহতের খবর ছড়িয়ে পড়লে বেলা ২টার দিকে সেন্ট রিটাস হাই স্কুলের শিক্ষার্থীরা স্কুলের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। খবর পেয়ে সহকারী পুলিশ সুপার (চাটমোহর সার্কেল) হাবিবুল ইসলাম পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থলে আসেন। তিনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে অবরোধ তুলে নেয় শিক্ষার্থীরা। স্বাভাবিক হয় যান চলাচল।

/এএম

Exit mobile version