নতুন শিক্ষাক্রম সফল করতে হলে সব অংশীজনের মতো অভিভাবকদের কথাও শুনতে হবে। তারাও এই বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন, এমনটাই জানিয়েছেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও গণস্বাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধুরী।
সোমবার (১১ মার্চ) রাজধানীর একটি হোটেলে স্কেল ব্লেন্ডেড লার্নিং ফর স্মার্ট বাংলাদেশ বিষয়ে ‘চলপড়ি’র গোলটেবিল বৈঠকে তিনি এ কথা জানান।
রাশেদা কে চৌধুরী বলেন, সবার জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের দায়িত্ব। এই দায়িত্ব থেকে সরকারকে সরে যেতে দেয়া যাবে না।
চলপড়ির প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক জেরীন মাহমুদ বলেন, এমন একটি শিক্ষাব্যবস্থা তৈরি করতে হবে, যা সময়োপযোগী, দায়িত্বশীল ও লক্ষ্যনির্ভর।
এ সময় চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ৫৬টি স্কুলে ব্লেন্ডেড লার্নিংয়ের ওপর চলপড়ি প্রকল্পের ফলাফল তুলে ধরা হয়। এতে দেখা যায়, শিক্ষার্থীদের গণিত ও ইংরেজি ফলাফলে উন্নতি এবং ক্লাসে অংশগ্রহণের সংখ্যা আগের চেয়ে বেড়েছে। গোলটেবিলে অংশ নেয় বিভিন্ন এনজিও, শিক্ষাপ্রতিষ্ঠান, প্রযুক্তি বিশেষজ্ঞ ও সরকারের বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা।
/এমএন
Leave a reply