‘একক পণ্যে নির্ভরতা কমিয়ে বৈচিত্রে জোর দেয়া হয়েছে’

|

একক পণ্যের ওপর নির্ভরতা কমিয়ে পণ্যের বৈচিত্রতায় জোর দেয়া হয়েছে। এক্ষেত্রে গুরুত্ব পাচ্ছে চামড়া, পাট ও ওষুধ শিল্প। হস্তশিল্পকে বর্ষপণ্য হিসেবেও ঘোষণা দিয়েছে সরকার এ কথা বলেছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু।

সোমবার (১১ মার্চ) বিকেলে ‘স্বল্পোন্নত দেশগুলোর জন্য বিশ্ব বাণিজ্য সংস্থার বার্তা, প্রেক্ষিত বাংলাদেশ’ শীর্ষক আলোচনায় তিনি এ কথা বলেন।

বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, ২০২৬ সালে স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণ করবে বাংলাদেশ। তবে ২০২৯ সাল পর্যন্ত বাণিজ্য ও বিনিয়োগ সুবিধা পাওয়া যাবে। এক্ষেত্রে নানামুখী কর্মপন্থা হাতে দিয়েছে সরকার। কিন্তু এই সময়ের মধ্যে নিজেদের সক্ষমতা বৃদ্ধির বিকল্প নেই।

সক্ষমতা বাড়ানো না গেলে অর্থনীতি ঝুঁকির মুখে পড়বে বলে এতে জানায় বক্তারা। আরও জানানো হয়, ‘একটি গ্রাম একটি পণ্য’ কার্যক্রম শুরু করা হবে।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply