রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক

|

জনপ্রিয় সঙ্গীত শিল্পী আইয়ুব বাচ্চুর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ। এক শোকবার্তায় রাষ্ট্রপতি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানান।

বাচ্চুর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রীও। চারদিনের এক সরকারি সফরে বর্তমানে তিনি সৌদি আরব সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।

এছাড়া শোক প্রকাশ করেছেন সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ।

বাংলাদেশের ব্যান্ড সংগীতকে এগিয়ে নেয়ার অন্যতম অগ্রপথিক আইয়ুব বাচ্চু বৃহস্পতিবার সকাল সোয়া ৯টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এর আগে অচেতন অবস্থায় ঢাকার স্কয়ার হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান বলে চিকিৎসকরা জানিয়েছেন।

এখন অশ্রু গোপন করে রাখার চেষ্টা তার প্রিয়জন ও ভক্তদের। উপমহাদেশের অন্যতম সেরা এই গিটারিস্ট, গায়ক ও গীতিকারের অকস্মাৎ মৃত্যুতে শোকে বিহব্বল দেশের সঙ্গীতাঙ্গন। মাত্র ৫৬ বছর বয়সে প্রিয় শিল্পীর অনাকাঙ্খিত প্রস্থান মর্মাহত করেছে সবাইকে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply