লেবাননে বড় ধরনের বিমান হামলা চালিয়েছে ইসরায়েল

|

লেবাননের একাধিক স্থানে বড় ধরনের বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এ হামলায় এক বেসামরিকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন কমপক্ষে ছয় জন। মঙ্গলবার (১২ মার্চ) এক প্রতিবেদনে ব্রিটিশ গণমাধ্যম ফাইন্যান্সিয়াল টাইমস এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, সীমান্ত থেকে ১শ’ কিলোমিটার দূরত্বে উত্তর-পূর্বাঞ্চলীয় বালবেক শহরে হয় ইসরায়েলি বিমান হামলা। হিজবুল্লাহ পরিচালিত আল মানার টেলিভিশনে বলা হয়, হামলায় ক্ষতিগ্রস্থ হয়েছে অন্তত চারটি স্থান।

এদিকে, শহরের দক্ষিণের এক গ্রামে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় একটি ভবন। গত ফেব্রুয়ারির শেষেও হামলার শিকার হয়েছিল অঞ্চলটি। মৃত্যু হয়েছিল দুই হিজবুল্লাহ সেনার। এছাড়া, লেবাননের বেকা উপত্যকায় হিজবুল্লাহর ঘাঁটিতে হামলার ভিডিও ফুটেজ প্রকাশ করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বিভাগ আইডিএফ।

উল্লেখ্য, গাজায় ইসরায়েলের আগ্রাসন শুরুর পর থেকেই উত্তপ্ত লেবানন-ইসরায়েল সীমান্ত। তেল আবিবের হামলায় এ পর্যন্ত প্রাণ গেছে ২২০ জনের বেশি হিজবুল্লাহ যোদ্ধার ও ৪০ জনের বেশি বেসামরিকের। অপরদিকে, প্রাণ হারিয়েছে ইসরায়েলের ৯ সেনা ও ১০ বেসামরিক।

/এআই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply