গাজীপুরে স্টিল মিলের বৈদ্যুতিক ট্রান্সফরমারে আগুন

|

স্টাফ করেসপন্ডেন্ট গাজীপুর: 

গাজীপুরের মহানগরের মিলগেট এলাকায় স্টিল কারখানার নিজস্ব বৈদ্যুতিক ট্রান্সফরমারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এনেছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

মঙ্গলবার (১২ মার্চ) ভোর সোয়া ৬টার দিকে টঙ্গীর মিলগেট এলাকায় ওই স্টিল মিলের নিজস্ব ১১ কেভি দুটি বৈদ্যুতিক ট্রান্সফরমারে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে। গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল-আরেফিন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানিয়েছেন, আগুনের  খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় সকাল ৭টা ৪০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় হতাহতের ঘটনা ঘটেনি।

আগুন লাগার কারণ ও ক্ষয়-ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে জানা যাবে বলেও জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

/এনকে


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply