বরাবরের মতো এবারও কমছে সরকারের উন্নয়ন বাজেটের আকার। চলতি অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) ২ লাখ ৬৩ হাজার কোটি টাকা বরাদ্দ দেয়া হলেও মাঝপথে এসে ১৮ হাজার কোটি টাকা কমানো হচ্ছে।
মঙ্গলবার (১২ মার্চ) সকালে জাতীয় অর্থনৈতিক পরিষদের (একনেক) সভায় এই প্রস্তাব উপস্থাপন করেছে পরিকল্পনা বিভাগ। তবে তালিকায় যুক্ত হচ্ছে নতুন আরও ২৪০টি প্রকল্প। সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্ব করেন।
পরিকল্পনা কমিশন জানায়, সংশোধিত এডিপিতেও গুরুত্ব পাচ্ছে পরিবহন, বিদ্যুৎ ও জ্বালানি খাত। এবার মোটা দাগে কমেছে বিদেশি অর্থায়নের আকার। যদিও ডলারের যোগান বাড়াতে এসব ঋণের অর্থ দ্রুত ছাড়ের অনুশাসন দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
খসড়া প্রস্তাবে, চলমান প্রকল্প শেষ করায় বেশি গুরুত্ব দেয়ার প্রস্তাব দিয়েছে পরিকল্পনা কমিশন। চলতি অর্থবছরের প্রথম ৬ মাসে এডিপি বাস্তবায়নের হার দাঁড়িয়েছে ২৭ দশমিক ১ শতাংশে। যেটি গত ১৪ বছরের মধ্যে সর্বনিম্ন।
/এনকে
Leave a reply