রহমত, মাগফেরাত আর নাজাতের পয়গাম নিয়ে বছর ঘুরে এলো কুরআন নাযিলের মাস পবিত্র মাহে রমজান। প্রত্যেক মুমিনের জন্য ধৈর্য ও ত্যাগের মাস এটি। মাসটি মুসলিম ধর্মাবলম্বীদের জন্য বিশেষ একটি মাস। এই মাসে সাহরি খাওয়া, ইফতার করা, তারাবি পড়া, কোরআন মাজিদ তিলাওয়াত করা ও ইতিকাফ করার মধ্যে রয়েছে তৃপ্তি ও আনন্দ। তাই তো সারা পৃথিবীজুড়ে রোজায় মুসলিমদের মধ্যে খুশির আমেজ ছড়িয়ে পড়ে।
সূত্র: গালফ নিউজ
/এআই
Leave a reply