মার্কিন উড়োজাহাজ প্রস্তুতকারী প্রতিষ্ঠান বোয়িংয়ের বিরুদ্ধে আদালতে প্রমাণ সরবরাহকারী বা ‘হুইসেল ব্লোয়ার’ জন বারনেটের রহস্যজনক মৃত্যু হয়েছে। বারনেট প্রতিষ্ঠানটির কর্মী ছিলেন। সোমবার (১১ মার্চ) উদ্ধার করা হয় তার মরদেহ। খবর বিবিসির।
বোয়িংয়ের বিরুদ্ধে চলমান একটি মামলায় সাক্ষ্য দিতে গিয়েছিলেন তিনি। গত শনিবার (৯ মার্চ) নির্ধারিত শুনানির সময় উপস্থিত না হওয়ায় খোঁজ করা হয় হোটেলে। সেখানে নিজের গাড়িতে মৃত অবস্থায় পাওয়া যায় তাকে। জন বারনেটের মৃত্যুতে দুঃখ প্রকাশ করেছে বোয়িং। আত্মহত্যা হতে পারে বলেও মন্তব্য করেছে।
টানা ৩২ বছর জায়ান্ট বিমান বোয়িংয়ের হয়ে কাজ করেছেন তিনি। ২০১৭ সালে প্রতিষ্ঠানটি থেকে অবসরে যান ৬২ বছর বয়সী বারনেট। এর দুবছর পর বিস্ফোরক অনেক তথ্য দেন গণমাধ্যমকে। জানান, নিম্ন মানসম্পন্ন যন্ত্রাংশ ব্যবহার করা হয় বিমানটি উৎপাদনে। বোয়িংয়ের বিরুদ্ধে চলমান মামলার অন্যতম সাক্ষী ছিলেন তিনি।
/এএম
Leave a reply