স্বাধীন হওয়ার মাত্র তিন মাসের মাথায় বাংলাদেশ থেকে আর্মস ফোর্স ফিরিয়ে নিয়েছিল ভারত। পৃথিবীর কোনো দেশ স্বাধীন হওয়ার পর এত দ্রুত আর্মস ফোর্স ফিরিয়ে নেয়ার নজির নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।
মঙ্গলবার (১২ মার্চ) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে বাংলাদেশ থেকে ভারতীয় সৈন্য প্রত্যাহারের ৫২ বছর পূর্তি উপলক্ষ্যে সেমিনারে এমন কথা বলেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ভারত এখনও সত্যিকারের প্রয়োজনে বাংলাদেশের পাশে থাকে। আজীবন ভারতের সাথে বাংলাদেশের বন্ধুত্ব অটুট থাকবে।
ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেন, শুরু থেকেই একসাথে অনেক চ্যালেঞ্জ মোকাবেলা করেছে ভারত ও বাংলাদেশ। ১৯৭১ এর মতো ভবিষ্যতেও বাংলাদেশের পাশে থাকবে ভারত এবং ভবিষ্যত প্রজন্ম এসব মনে রাখবে।
/এমএন
Leave a reply