প্রথম রোজা না পেরুতেই বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। মঙ্গলবার (১২ মার্চ) সন্ধ্যায় আবহাওয়াবিদ হাফিজুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে আজসহ আগামী দুদিন দেশের বিভিন্ন জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানানো হয়েছে।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এছাড়া মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এই অবস্থায় মঙ্গলবার (১২ মার্চ) সন্ধ্যা ৬টার পর থেকে খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একইসঙ্গে সারাদেশের আবহাওয়া অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশের পাশাপাশি শুষ্ক থাকতে পারে।
তবে আগামীকাল বুধবার (১৩ মার্চ) কুমিল্লা ও নোয়াখালী অঞ্চলসহ ঢাকা, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের কিছু জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এমনকি তার পরেরদিন বৃহস্পতিবারও বৃষ্টির একই পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর।
এর পরবর্তী পাঁচ দিনে বৃষ্টির প্রবনতা হ্রাস পেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। বর্ধিত ওই পাঁচ দিনে দিনের তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে বলেও জানিয়েছে অধিদফতর।
/এমএইচ
Leave a reply