লিথুয়ানিয়ায় হামলার শিকার নাভালনির সহযোগী

|

রাশিয়ার আলোচিত বিরোধী নেতা অ্যালেক্সেই নাভালনির মৃত্যুর প্রায় এক মাসের মাথায় হামলার শিকার হলেন তার ঘনিষ্ঠ সহযোগী লিওনিদ ভোলকোভ। বুধবার (১৩ মার্চ) এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, লিথুয়ানিয়ার রাজধানী ভিলনিয়াসে নিজের বাড়ির সামনে হামলার শিকার হন তিনি। মঙ্গলবার রাতে, গাড়ির ভেতরে থাকা অবস্থায় হামলা চালানো হয় তার ওপর। হাতুড়ি দিয়ে আঘাত করা হয় ভোলকোভের মাথায়। ছোড়া হয় টিয়ার গ্যাসও। তবে, হামলাকারীর পরিচয় বা উদ্দেশ্য সম্পর্কে জানা যায়নি।

বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন প্রয়াত নাভালনির দীর্ঘদিনের মিত্র ৪৩ বছর বয়সী ভোলকোভ। তার রক্তাক্ত পায়ের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন দলীয় নেতা-কর্মীরা। এই হামলাকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করেন তারা। এ ঘটনায় তদন্ত করছে লিথুয়ানিয়ার পুলিশ।

এর আগে, গত মাসে কারাগারে বন্দি অবস্থায় হঠাৎ মৃত্যু হয় ভ্লাদিমির পুতিনের কট্টর সমালোচক অ্যালেক্সেই নাভালনির। হত্যাকাণ্ড বলে দাবি করে তার পরিবারের সদস্য ও দলের কর্মকর্তারা।

/এআই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply