জলদস্যুর কবলে জাহাজ: উৎকণ্ঠায় মার্চেন্ট কর্মকর্তা সাব্বিরের স্বজনরা

|

স্টাফ করেসপনডেন্ট, টাঙ্গাইল:

ভারত মহাসাগরে জলদস্যুদের কবলে থাকা টাঙ্গাইলের নাগরপুর উপজেলার সহবতপুর গ্রামে সাব্বিরের বাড়িতে চলছে স্বজনদের আহাজারি। ভাইয়ের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন তার পরিবারের সদস্যরা।

ভারত মহাসাগরে জলদস্যুদের কবলে এমভি আব্দুল্লাহ নামের পণ্যবহনকারী জাহাজের ২৩ নাবিকের মধ্যে রয়েছেন সাব্বির হোসেনও। তার বাবার নাম হারুনুর রশিদ। সহবতপুর উচ্চ বিদ্যালয় থেকে ২০১৪ সালে এসএসসি পাশ করেন সাব্বির। পরে টাঙ্গাইলের কাগমারি এম এম আলী কলেজ থেকে ২০১৬ সালে এইচএসসি পাস করে ভর্তি হন চট্রগ্রাম মেরিন একাডেমিতে। সেখান থেকে পাস করে ২০২২ সালের জুন মাসে জাহাজের মার্চেন্ট কর্মকর্তা হিসেবে চাকরি নেন তিনি।

সাব্বিরের বাবা স্ট্রোকজনিত কারণে শয্যাশায়ী। পরিবারের অন্য সদস্যরা গ্রামে বসবাস করেন। তাদের মধ্যে একমাত্র উপার্জনক্ষম সাব্বির।

তার বোন মিতু আক্তার বলেন, মঙ্গলবার (১২ মার্চ) সকাল থেকে সাব্বিরের মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। পরে তারা জানতে পারেন, এমভি আব্দুল্লাহ জাহাজটি জলদস্যুদের কবলে পড়েছে। তখন থেকেই উৎকণ্ঠায় কাটছে তাদের প্রতিটি ক্ষণ।

/এএস


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply