সন্দ্বীপে যাতায়াতে দুর্ভোগ

|

ছবি: সংগৃহীত

দেশের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলা। এটি বঙ্গোপসাগরের উত্তর-পূর্ব দিকে, বন্দর নগরী চট্টগ্রামের কাছেই অবস্থিত। প্রায় ৩০০০ বছরের পুরনো এই দ্বীপে এখন ৪ লাখেরও বেশি মানুষ বসবাস করে।

নৌ-পথ ছাড়া সন্দ্বীপবাসীর যাতায়াতের বিকল্প কোনো মাধ্যম নেই। ঝুঁকিপূর্ণ কাঠের নৌকা আর স্প্রিড বোট তাদের একমাত্র ভরসা। এভাবেই জীবনের ঝুঁকি নিয়ে প্রতিনিয়ত বঙ্গপোসাগরের সন্দ্বীপ চ্যানেল পাড়ি দেয় এখানকার বাসিন্দারা।

যাতায়াতের এই সীমাহীন দুর্ভোগ সন্দ্বীপবাসীকে কাঁদায় প্রতিনিয়ত। বিনা চিকিৎসায় স্বজনের মৃত্যুর শোকও বয়ে বেড়াচ্ছে অনেক পরিবার।

এই ইমরান আর আরাফাতের কথায় ধরুন না। কিছুদিন আগে তাদের সন্তান সম্ভাবা মা বিনা চিকিৎসায় মারা গেছেন সাগরের মাঝে। মা ছাড়া সন্তানদের জন্য এই পৃথিবী কত নিষ্ঠুর তা ইতিমধ্যে বুঝতে শুরু করেছে তারা।

সাবমেরিন কেবলের মাধ্যমে সমুদ্রের নিচ দিয়ে বিদ্যুত সংযোগ দেয়া হয়েছে সন্দ্বীপে। আলোকিত হয়েছে পুরো উপজেলা। কিন্তু যোগাযোগ ব্যবস্থার ভোগান্তির কারণে ম্লান হয়ে যাচ্ছে সব কিছু।

/আরআইএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply