টাইব্রেকারে ইন্টারকে হারিয়ে শেষ আটে অ্যাটলেটিকো

|

ছবি: সংগৃহীত

উয়েফা চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর দ্বিতীয় লেগে নির্ধারিত ও অতিরিক্ত সময়ে অ্যাটলেটিকো মাদ্রিদ ২-১ গোলে জিতলেও দুই লেগ মিলিয়ে ২-২ সমতা থাকায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানে ৩-২ গোলে জেতে স্প্যানিশ দলটি। ফলে ইন্টার মিলানকে বিদায় করে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার-ফাইনালে উঠলো দিয়েগো সিমেওনের দল।

বুধবার (১৩ মার্চ) রাতে নিজেদের ঘরের মাঠ ওয়ান্দা মেট্রোপলিটানো স্টেডিয়ামে ইন্টার মিলানকে আতিথ্য দেয় অ্যাটলেটিকো মাদ্রিদ। ম্যাচের শুরু থেকেই আক্রমণ, প্রতি আক্রমণে জমে ওঠা ম্যাচে ৩৩ মিনিটে ফেদেরিকো দিমারকোর গোলে এগিয়ে যায় ইন্টার। নিকোলা বারেল্লার বাঁ দিক থেকে বক্সে বাড়ানো বল জালে পাঠান ইতালিয়ান এই ডিফেন্ডার।

প্রথম লেগে এক গোলে এগিয়ে থাকায় দুই লেগ মিলিয়ে ২-০ গোলে এগিয়ে যায় ইতালিয়ান জায়ান্টরা। তবে অ্যাটলেটিকো ম্যাচে টিকে থাকার জানান দেয় দুই মিনিটের মধ্যেই। কোকের কাছ থেকে পাওয়া বল আঁতোয়ান গ্রিজমান নিজের নিয়ন্ত্রণে নিয়ে ঠাণ্ডা মাথায় বল পাঠিয়ে দেন জালে। ১-১ গোলের সমতায় থেকে বিরতিতে যায় দু’দল।

দ্বিতীয়ার্ধের ৫২ মিনিটে দ্বিতীয় গোলের সম্ভাবনাও তৈরি করেছিলেন ফরাসি তারকা গ্রিজমান। তবে ইন্টার গোলকিপার ইয়ান সোমার পা দিয়ে তা আটকে দেন। ম্যাচের ৮১তম মিনিটে সব অনিশ্চয়তার ইতি টানার ভালো সুযোগ পান বারেল্লা। তবে, লাউতারো মার্টিনেজের পাস পেয়ে বক্সের বাইরে থেকে ওয়ান-অন-ওয়ানে গোলরক্ষক বরাবর শট করেন ইতালিয়ান মিডফিল্ডার।

৭৯তম মিনিটে মোরাতার বদলি নামা মেমফিস ডিপাইয়ের ৮৫তম মিনিটে নেয়া শট পোস্টে লেগে ফিরে আসে। ৮৭তম মিনিটে আর হতাশ হতে হয়নি তাকে। কোকের পাস বক্সে দারুণভাবে নিয়ন্ত্রণে নিয়ে ডান পায়ের শটে দুই লেগ মিলিয়ে ২-২ সমতা টানেন ডাচ ফরোয়ার্ড। তিন মিনিট যোগ করা সময়ের শেষ মিনিটে গোলের সুবর্ণ সুযোগ হারান অ্যাটলেটিকোর রদ্রিগো রিকেলমে। গ্রিজমানের পাস ছয় গজ বক্সের বাইরে পেয়ে অবিশ্বাস্যভাবে উড়িয়ে মারেন তিনি। হতাশায় মাটিতে শুয়ে পড়েন কোচ সিমেওনে!

এরপর ম্যাচ ২-২ সমতায় অতিরিক্ত সময়ে গড়ালে শেষ পর্যন্ত যায় টাইব্রেকারে। স্নায়ুচাপের এই লড়াইয়ে ইন্টারের হয়ে শট মিস করেন মার্টিনেজ আর অ্যালেক্সিস সানচেজ ও ডেভি ক্লাসেনের শট আটকে দেন অ্যাটলেটিকোর গোলকিপার ইয়ান ওবলাক। বিপরীতে অ্যাটলেটিকোর প্রথম চার শটের তিনটিই জালে গেলে পঞ্চম শটের আগেই জয় নিশ্চিত হয়ে যায় তাদের।

/আরআইএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply