অধিনায়ক শান্ত’তে মুগ্ধ মুশফিক

|

ছবি: সংগৃহীত

সদ্য শেষ হওয়া বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আসরটা মোটেই ভালো যায়নি নাজমুল হোসেন শান্তর। ১২ ম্যাচে টাইগার অধিনায়কের ব্যাট থেকে এসেছিল ১৭৫ রান। তবে জাতীয় দলের জার্সিতে ফিরলেই শান্ত রান করবে, এমন বিশ্বাস ছিল অভিজ্ঞ মুশফিকুর রহিমের। শান্ত করেছেনও তাই, ক্যারিয়ার সেরা ১২২ রানের ইনিংসে রাঙালেন দলের জয়। আধিনায়কত্ব শান্ত খুব এনজয় করছেন, রীতিমতো শান্তকে প্রশংসায় ভাসিয়েছেন মুশফিক।

অধিনায়ক হিসেবে ওয়ানডেতে প্রথম জয়, অধিনায়ক হিসেবে পেলেন প্রথম সেঞ্চুরিও। শান্ত সিরিজ শুরুর আগেই বলেছিলেন, বাংলাদেশ দলের জন্য অধিনায়কত্ব করা তার কাছে মহা আনন্দের। এবার সতীর্থ মুশফিকের কণ্ঠেও ভাসল একই সুর। শান্তকে নিয়ে মুশফিক সংবাদ সম্মেলনে বের করলেন প্রশংসার ফুলঝুরি।

মুশফিক বলেন, দেখুন বিপিএল এক ফরম্যাট এটা আরেক ফরম্যাট। কিছু কিছু মানুষ যখন দায়িত্ব বেশি থাকে তখন সেরাটা খেলে। ও এরকম মানসিকতার একজন ছেলে, ওর কাছে যত বেশি দায়িত্ব থাকে এটাকে তত চ্যালেঞ্জ হিসেবে নেয় এবং ওভাবে পারফর্ম করে। ও জাতীয় দলে রান করা শুরু করবে এ ব্যাপারে আমি আত্মবিশ্বাসী ছিলাম।

মারকুটে ব্যাটার হিসেবেই পরিচিত শান্ত। নিজের দিনে কোনো বোলারকেই পাত্তা দেন না তিনি। ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকেই বাংলাদেশের হয়ে ধারাবাহিকভাবে রান করছেন শান্ত। শ্রীলঙ্কা সিরিজেও এর ব্যতিক্রম হয়নি। বিশেষ করে এই ম্যাচে যখন বাউন্ডারি বের করতে পারছিল না বাংলাদেশ। দশ ওভার বাউন্ডারি শূন্য থাকার পরও শান্ত এবং মুশফিক সিঙ্গেলস-ডাবলসে চল্লিশের বেশি রান তুলেছেন। মুশফিকের চোখে এখানেই শান্ত অন্যদের চেয়ে ভিন্ন।

অধিনায়কের প্রশংসা করে তিনি বলেন, শান্ত এর চেয়েও সাবলীল, আরও দাপট নিয়ে খেলে। এখনও অনেক কিছু বাকি। সে আরও ভালো ক্রিকেট খেলে। পরিবর্তন যেটা- আগে ভালো শুরু পেলে ৫০-৬০ রান করত এখন বড় ইনিংস খেলছে, দলকে জেতাচ্ছে। আজ দেখুন, একশ করার পরের বলে যেভাবে মিড অনে অনায়াসে একটা সিঙ্গেল বের করেছে এটাই প্রমাণ করে সে দলের জন্য কত চিন্তা করে। গুরুত্বপূর্ণ সময়ে বারবার বলছিল, আমরা যেন ২০-৩০ রান করে হলেও অবদান রাখি, কাউকে যেন সুযোগ না দেই। কারণ ক্রিকেটে যেকোনো কিছু হতে পারে।

/আরআইএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply