গাজীপুরের কালিয়াকৈর উপজেলার তেলিরচালা এলাকার একটি বাসায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নারী ও ৭ শিশুসহ অন্তত ৪০ জন দগ্ধ হয়েছেন। বুধবার (১৩ মার্চ) ইফতারের আগ মুহূর্তে সন্ধ্যা পৌনে ৬টার দিকে এ ঘটনা ঘটে।
বৃহস্পতিবার (১৪ মার্চ) সকাল পর্যন্ত পাওয়া খবরে দগ্ধদের মধ্যে ৩২ জন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি রয়েছে।
এদের মধ্যে আইসিউতে রয়েছেন ৫ জন। পোস্ট অপারেশনে আছেন ২৫ জন। এছাড়াও ফিমেইল এইচডিওতে ভর্তি আছেন দুজন। জানা গেছে, ভর্তি থাকা দগ্ধদের মধ্যে ১৫ জনের শরীরের ৫০ ভাগের বেশি অংশই পুড়ে গেছে আগুনে।
তাদের মধ্যে আবার ৬ জনের শরীরের ৯০ শতাংশই পুড়ে গেছে। আর একজনের শরীরের শতভাগ পুড়ে গেছে।
ঘটনায় প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, স্থানীয় কয়েকটি কারখানার শ্রমিকদের কাছে ভাড়া দেয়া হয়েছিল বাড়িটি। গতকাল সন্ধ্যা পৌনে ৬টার দিকে নতুন গ্যাস সিলিন্ডারের সংযোগ দেয়ার সময় হঠাৎ আগুন ধরে যায়। এ সময় সিলিন্ডারটি রাস্তায় ছুড়ে ফেলে দেয়া হয়। এতে রাস্তায় থাকা লোকজনও দগ্ধ হয়। দগ্ধদের মধ্যে একই পরিবারের ৫ জন রয়েছেন।
কোনাবাড়ী ফায়ার সার্ভিসের টিম লিডার মো. আশরাফ গতকাল জানান, গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয়। এ বিষয়ে তথ্য সংগ্রহ করা হচ্ছে। পরবর্তীতে বিস্তারিত জানানো হবে।
এদিকে গতকাল স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন জানিয়েছেন, গাজীপুরের কালিয়াকৈর উপজেলার তেলিরচালা এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধদের মধ্যে শিশুসহ হাসপাতালে ভর্তি হওয়া রোগিদের মধ্যে কেউই শঙ্কামুক্ত নয়।
/এমএইচ
Leave a reply