কয়েক বছর ধরে ধুঁকতে থাকা পদ্মা ব্যাংক একীভূত হতে যাচ্ছে এক্সিম ব্যাংকের সাথে। ইতোমধ্যে এ বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে এক্সিম ব্যাংকের পরিচালনা পর্ষদ। এটি হবে দেশের ব্যাংকিং খাতের প্রথম একীভূতকরণ।
আগামী সোমবার (১৮ মার্চ) বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদারের উপস্থিতিতে ব্যাংক দুটির মধ্যে একীভূতকরণ প্রক্রিয়া শুরু করার বিষয়ে একটি সমঝোতা স্মারক সই হতে পারে। একীভূতকরণ প্রক্রিয়ায় আমনতকারীদের স্বার্থ সুরক্ষার বিষয়টি সবচেয়ে বেশি গুরুত্ব পাবে, এমনটা বলছে বাংলাদেশ ব্যাংক।
চতুর্থ প্রজন্মের ব্যাংক হিসেবে ২০১৩ সালের অনুমোদন পায় সাবেক ফারমার্স ব্যাংক। কার্যক্রম শুরুর কয়েক বছরের মধ্যেই ব্যাংকটিতে বড় ধরনের আর্থিক কেলেঙ্কারির ঘটনা ঘটে। তখন ব্যাংটির চেয়ারম্যান পদে ছিলেন আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য মহীউদ্দীন খান আলমগীর। পরে ২০১৭ সালে তিনি সরে দাঁড়ান।
এরপর ব্যাংটির মালিকানা ও ব্যবস্থাপনায় ব্যাপক পরিবর্তন আনা হয়। এছাড়া সরকারও ব্যাংকটিকে আর্থিক দুরবস্থা থেকে উদ্ধার করতে উদ্যোগ নিতে শুরু করে। পরবর্তীতে ২০১৯ সালে ব্যাংকটি নাম পরিবর্তন করে পদ্মা ব্যাংক নামে কার্যক্রম শুরু করে। এরপর বিপুল পরিমাণ ঋণ পরিশোধের কথা জানায় ব্যাংকটি। এরমধ্যে চলতি বছরের জানুয়ারিতে ব্যাংকটির চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেন চৌধুরী নাফিজ সরাফাত।
অন্যদিকে, ১৯৯৯ সালে এক্সিম ব্যাংকের কার্যক্রম শুরু হয়। বর্তমানে এটি ইসলামী ধারার একটি ব্যাংক। ২০০৪ সালে এটি শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়।
/আরএইচ/এমএন
Leave a reply