রমজানে বেশকিছু পণ্যের দাম অস্বাভাবিক। এর একটি লেবু। রাজধানীতে আকারভেদে প্রতিটি লেবু ১৫ থেকে ২০ টাকা। ব্যবসায়ীদের যুক্তি, চাহিদার তুলনায় লেবুর সরবরাহ কম। বেগুন ও শসার পর, নতুন করে বেড়েছে আলুর দামও। বাজারে সংকট রয়েছে প্যাকেটজাত চিনির। উত্তরাঞ্চলে মুরগি ও গরুর মাংস কিনতে গিয়ে দিশেহারা ক্রেতারা।
রমজান এলেই একাধিক সবজি নিয়ে বেশ কাড়াকাড়ি হয়। এর অন্যতম বেগুন, শসা ও লেবু। প্রথম রোজা থেকেই এই তিন পণ্যের চাহিদা তুঙ্গে। সুযোগ পেয়ে চড়া দাম হাঁকেন ব্যবসায়ীরা।
তবে শুক্রবার বেগুনীর লম্বা বেগুনের দাম কিছুটা কমেছে। রাজধানীর মেরাদিয়া বাজারে মানভেদে মিলছে ৮০ থেকে ১০০ টাকা দরে। এখনো ছেড়ে কথা বলছে না শসা। হঠাৎ করে বেড়েছে আলুর দাম। তবে, ইদানিং সবার আগ্রহ লেবুতে। আকারে একটু বড় হলেই এক পিসের দাম উঠছে ২০ টাকা পর্যন্ত।
এটিএম/
Leave a reply