তুরস্কের উপকূলে অভিবাসী নিয়ে একটি নৌকা ডুবে গেছে। এ ঘটনায় সাত শিশুসহ ২২ জন অভিবাসী নিহত হয়েছেন। শুক্রবার (১৬ মার্চ) এক প্রতিবেদনে যুক্তরাজ্যের সংবাদ মাধ্যম রয়টার্স এ তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়, দেশটির উত্তর-পশ্চিম প্রদেশ কানাক্কেলের উপকূলে রাবারের নৌকাডুবে এই প্রাণহানি হয়। নিহতদের মধ্যে ৭ শিশুও রয়েছে।
এক বিবৃতিতে কানাক্কেলের গভর্নরের কার্যালয় বলেছে, নৌকা উল্টে যাওয়ার পর উপকূলরক্ষীরা দুইজনকে উদ্ধার করেছে। আর দুইজন নিজে কোনওভাবে উদ্ধার পেয়েছে।
কোস্ট গার্ড ও অন্যান্য উদ্ধার কর্তৃপক্ষের একটি বিমান, দুটি হেলিকপ্টার এবং মোট ১৮ টি জাহাজ অনুসন্ধান ও উদ্ধারকাজে নিয়োজিত হয়েছে। কাজ করছে আরও ৫০২ জন কর্মকর্তা। তবে, নৌকাটিতে ঠিক কতজন অভিবাসন প্রত্যাশী ছিলেন সে বিষয়ে এখনও কিছু জানায়নি কর্তৃপক্ষ।
/এআই
Leave a reply