রাশিয়ায় ব্যালট বাক্সের মধ্যে কালো কালি ঢেলে দিচ্ছে ভোটাররা

|

মস্কোতে ভোটকেন্দ্রে একজন নারী ভোটার ব্যালট বাক্সে কালো কালি ঢেলে দিচ্ছেন। ছবি: সিএনএন।

রাশিয়ায় প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ চলাকালে বিভিন্ন স্থানে হামলা এবং সহিংসতার ঘটনা হয়েছে। ক্ষমতাসীন ভ্লাদিমির পুতিনের বাইরে কোন রাজনৈতিক পছন্দ ছাড়াই অনেকতা এক তরফা ভোট দিতে হচ্ছে রাশিয়ানদের। যার ফলে বহু ভোট কেন্দ্রে ঘটে অপ্রীতিকর ঘটনা। শনিবার (১৬ মার্চ) এক প্রতিবেদনে জার্মান গণমাধ্যম ডয়চে ভেলে এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, ভোটাররা ব্যালট বাক্সগুলোর মধ্যে কালো কালি ঢেলে দেয়। ধারণা করা হচ্ছে, এটি প্রাক্তন বিরোধী ব্যক্তিত্ব আলেক্সি নাভালনির সমর্থকদের কাজ। কারণ, এর আগে, ২০১৭ সালে পুতিন সমর্থকরা, নাভালনির সমর্থকদের কালো কালি দিয়ে আক্রমণ করেছিল।

এরইমধ্যে, সেন্ট পিটার্সবার্গের একটি বুথে পেট্রোল বোমা হামলা চালানো হয়। এসময় হামলাকারী এক নারীকে আটক করে নিরাপত্তা বাহিনীর সদস্যরা। এছাড়াও স্ভার্দলোভস্ক এলাকার অপর একটি বুথে আগুন দেয়া হয়।

/এআই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply