ফাঁকা হচ্ছে পাকিস্তান জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচের পদ। আগে থেকেই জল্পনা ছিল, টি-টোয়েন্টি বিশ্বকাপের আগেই সাবেক অজি অলরাউন্ডার শেন ওয়াটসন কোচ হয়ে আসতে পারেন সেখানে। কিন্তু ওয়াটসনকে আপাতত সেখানে দেখার সম্ভাবনা নেই বললেই চলে।
ওয়াটসনকে কোচ হিসেবে পেতে পাকিস্তানের পক্ষ থেকে বছরে ২০ লাখ ডলার বেতনের প্রস্তাব দেয়া হয়েছিল। প্রথম দিকে তিনি নিজেও রাজি ছিলেন বলে গুঞ্জন রয়েছে। কিন্তু পরে ওয়াটসন নিজেই পাকিস্তানের প্রধান কোচ হবার দৌঁড় থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন। খবর ইএসপিএন ক্রিকইনফো’র।
ওয়াটসন আইপিএলে ধারাভাষ্যকার হিসেবে চুক্তিবদ্ধ। এছাড়া মার্কিন মেজর লিগ ক্রিকেটের দল সানফ্রান্সিসকো ইউনিকর্নসের প্রধান কোচের দ্বায়িত্বেও রয়েছেন তিনি। এদিকে তার পরিবারের বাকি সব সদস্য সিডনিতে বসবাস করেন। এই বাস্তবতায় ওয়াটসনের পক্ষে পূর্ণকালীন কোচ হিসেবে পাকিস্তানের দায়িত্ব নেয়া কঠিন হবে। তাই ব্যক্তিগত ব্যস্ততার কারণ দেখিয়েই যে নিজেকে সরিয়ে নিয়েছেন ওয়াটসন, এটি বেশ স্পষ্ট। জাতীয় দলের কোচ হওয়া মানে বছরব্যাপী দলের সাথে যুক্ত থাকা, যা ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টুর্নামেন্ট থেকে বেশ আলাদা।
এদিকে ওয়াটসন বর্তমানে যেসব দলের সাথে যুক্ত, সেখান থেকে অব্যাহতি নেয়াও বেশ সময়সাপেক্ষ ব্যাপার। অপরদিকে আগামী ১ জুন থেকে শুরু হতে যাচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এর আগে নিউজিল্যান্ডের বিপক্ষে ৫ ও ইংল্যান্ডের বিপক্ষে ৪ ম্যাচের সিরিজও রয়েছে পাকিস্তানের। সব মিলিয়ে শাহিন-বাবরদের বস হিসেবে ওয়াটসনকে পাচ্ছে না পিসিবি।
উল্লেখ্য, পাকিস্তানের ক্রিকেটে খেলোয়াড় ও কোচ হিসেবে কাজ করার অভিজ্ঞতা রয়েছে ওয়াটসনের। খেলোয়াড় হিসেবে তিনি একাধিক ফ্র্যাঞ্চাইজির হয়ে পিএসএল শিরোপা জিতেছেন। অপরদিকে কোচ হিসেবে কোয়েটা গ্লাডিয়েটর্সের দ্বায়িত্বও সামলেছেন তিনি।
/এমএইচআর
Leave a reply