রেলের ২৩ হাজার একর জ‌মি বেদখলে: রেলমন্ত্রী

|

রাজবাড়ী করেসপনডেন্ট:

সারাদেশে রেলের প্রায় ২৩ হাজার একর জ‌মি বেদখল রয়েছে বলে মন্তব্য করেছেন রেলমন্ত্রী মো. জিল্লুল হা‌কিম। শ‌নিবার (১৬ মার্চ) দুপুরে পাংশা উপজেলা প‌রিষদ হলরুমে আয়োজিত এক মত‌বি‌নিময় সভায় তি‌নি একথা বলেন।

রেলমন্ত্রী বলেন, ঢাকায় কোনো কোনো জ‌মির মূল্য শত কো‌টি টাকারও বেশি। রেলের এমন অনেক জমি বেদখল রয়েছে। এ সময় রেলের জ‌মি কেউ ভোগ করতে চাইলে নিয়ম অনুযায়ী জ‌মি লিজ নিতে হবে বলেও জানান তিনি।

রেলমন্ত্রী আরও বলেন, ইতোমধ্যে পাংশায় রেলের জ‌মি অবৈধ দখলদারদের থেকে মুক্ত করার কাজ শুরু হয়েছে। তবে এখনও অনেকে ভুয়া কাগজ তৈরি করে অবৈধভাবে রেলের সম্প‌ত্তি ভোগ করছে বলেও জানান তিনি।

এ সময় উপ‌জেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধিসহ অনেকে উপস্থিত ছিলেন।

/এমএইচআর


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply