পশ্চিম তীরে ইসরায়েলি সেনার গুলিতে প্রাণ গেছে এক ফিলিস্তিনির। রোববার (১৭ মার্চ) হেবরনে হয় এ ঘটনা। এক প্রতিবেদনে আল আরাবিয়া এ তথ্য জানায়।
ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল জানায়, প্রথমে ইসরায়েলিদের বসতি লক্ষ্য করে গুলি ছোড়ে ওই ফিলিস্তিনি। পরে, নিরাপত্তার স্বার্থে চালানো হয় পাল্টা গুলি। এ ঘটনায় তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি ফিলিস্তিন কর্তৃপক্ষ।
গেলো ৭ অক্টোবর, হামাসের অভিযানের পর থেকেই পশ্চিম তীরে বেড়েছে ইসরায়েলি আগ্রাসনের মাত্রা। জঙ্গি নির্মূলের নামে প্রতিদিনই চলে সাঁড়াশি অভিযান। ফিলিস্তিনিদের বাড়িঘরের পাশাপাশি হামলা চালানো হয় শরণার্থী শিবিরগুলোয়।
/এআই
Leave a reply