চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টারে পিএসজিকে ফেভারিট মানছেন জাভি

|

ফাইল ছবি

ইতিহাস, ঐতিহ্য ও অর্জনে অন্য যেকোনো ক্লাব থেকে আলাদা বার্সেলোনা। তবে বিগত কয়েক বছরের আর্থিক সমস্যার কারণে খবরের শিরোনাম হয়েছে কাতালান ক্লাবটি। সব ছাপিয়ে নিজ গতিতেই এগিয়ে যাচ্ছে বার্সা।

লা লিগার বর্তমান চ্যাম্পিয়ন হলেও চলতি মৌসুমে নামের প্রতি সুবিচার করতে পারেনি কাতালান ক্লাবটি। ৭২ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা নগর প্রতিদ্বন্দ্বি রিয়াল মাদ্রিদের সাথে তাদের পয়েন্ট ব্যবধান ১১। শ্রেষ্ঠত্ব ধরে রাখার মিশন কঠিন হলেও উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে আশার আলো দেখছে ক্লাবটি। কোয়ার্টার ফাইনালে প্রতিপক্ষ হিসেবে তারা পেয়েছে ফ্রেঞ্চ চ্যাম্পিয়ন পিএসজিকে।

শেষ চার নিশ্চিতের মহারণে ফরাসি ক্লাবটিকে কিছুটা এগিয়ে রাখছেন বার্সা কোচ জাভি হার্নান্দেজ। তবে মাঠের পারফরম্যান্স ব্যবধান গড়ে দেবে বলেও মানছেন তিনি।

জাভি হার্নান্দেজ বলেন, আমি বলবো- পিএসজি কিছুটা ফেভারিট হয়েই মাঠে নামবে। আমরা বেশি সংখ্যক চ্যাম্পিয়ন্স লিগ জিতলেও সাম্প্রতিক সময়ের পরিস্থিতি কিছুটা ভিন্ন। তবে পার্থক্য গড়ে দেবে মাঠের পারফরম্যান্স।

২০২০ সালের পর প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে বার্সেলোনা। ইউরোপের ক্লাব সেরার আসরে গত দু’বারই তাদের বিদায় হয়েছিল গ্রুপপর্ব থেকে। ২০১৫ সালে সবশেষ প্রতিযোগিতাটির শ্রেষ্ঠত্বের স্বাদ পায় কাতালান ক্লাবটি।

চ্যাম্পিয়ন্স লিগে দুই দলের সবশেষ মুখোমুখি লড়াইয়ে সুখকর স্মৃতি নেই বার্সেলোনার। ২০২০-২১ মৌসুমে শেষ ষোলোর প্রথম লেগে নিজেদের মাঠে পিএসজি’র কাছে ৪-১ গোলে বিধ্বস্ত হয়েছিল বার্সা। আর ফিরতি লেগে ১-১ গোলে ড্র করে আসর থেকে ছিটকে যায় কাতালান ক্লাবটি।

/এনকে


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply