নির্বাচনের মাত্র একদিন আগে, আফগানিস্তানে হত্যা করা হলো কান্দাহার পুলিশ প্রধান জেনারেল আবদুল রাজিক’কে। অল্পের জন্য প্রাণে বাঁচলেন মার্কিন কমান্ডার জেনারেল স্কট মিলার।
দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, প্রাদেশিক গর্ভনর ভবনে চলছিলো শীর্ষ সামরিক বৈঠক। মার্কিন দলকে বিদায় দেয়ার সময়, পেছন থেকে এলোপাতাড়ি গুলি ছোঁড়ে এক দেহরক্ষী। পিঠে গুলি লেগে ঘটনাস্থলেই নিহত হন রাজিক এবং স্থানীয় গোয়েন্দা প্রধান। গুরুতর আহত হন গর্ভনর, ৩ শীর্ষ মার্কিন সেনা কর্মকর্তা। বেশ কয়েকটি বোমার বিস্ফোরণ ঘটিয়ে, পালায় হামলাকারী। এর দায় স্বীকার করেছে তালেবান।
জঙ্গি সংগঠনটির দাবি, জেনারেল রাজিকের মতো বর্বর পুলিশ কর্মকর্তাকে হত্যাই তাদের বড় সাফল্য। এর আগে, কান্দাহার পুলিশ প্রধান অন্তত ২০ বার তালেবানের হামলা থেকে রক্ষা পান। তালেবানের পক্ষ থেকে আরও জানানো হয়, মার্কিন ও আফগান কমান্ডার দু’জনই ছিলেন তাদের লক্ষ্য।
Leave a reply