Site icon Jamuna Television

যশোরে দেশীয় অস্ত্র-ককটেলসহ ৪ কিশোর গ্রেফতার

যশোরে দেশীয় অস্ত্র ও ককটেলসহ কিশোর গ্যাংয়ের চার সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (১৭ মার্চ) সকালে প্রেস ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেছে কোতোয়ালি থানা পুলিশ।

পুলিশ জানায়, গতরাতে গোপন সংবাদের ভিত্তিতে শহরের আনসার ক্যাম্পের বিলপাড়া এলাকায় অভিযান চালানো হয়। গ্রেফতার করা হয় আমজাদ গ্যাং’র ৪ সদস্যকে।

এ সময় তাদের কাছ থেকে ৬টি ককটেল উদ্ধার করা হয়। এছাড়া বোমা তৈরির সরঞ্জাম ও ধারালো অস্ত্রও পাওয়া যায় তাদের কাছে। এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিস্ফোরক ও অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।

/এমএইচ

Exit mobile version