মেরামত শেষে চট্টগ্রামমুখী ডাউনলাইন দিয়ে ট্রেন চলাচল শুরু

|

ঢাকা-চট্টগ্রাম রেলপথে সাময়িক মেরামত শেষে প্রায় ১৫ ঘণ্টা পর চট্টগ্রামমুখী ডাউনলাইন দিয়ে ট্রেন চলাচল শুরু হয়েছে। তবে এখনও পুরোপুরি উদ্ধার করা সম্ভব হয়নি কুমিল্লায় লাইনচ্যুত বিজয় এক্সপ্রেস ট্রেনটি।

চট্টগ্রাম থেকে জামালপুরগামী ট্রেনটি গতকাল দুপুর দেড়টার দিকে কুমিল্লার নাঙ্গলকোটের তেজেরবাজার এলাকায় দুর্ঘটনার কবলে পড়ে। ১৮টি বগির মধ্যে ৯টিই লাইনচ্যুত হয়। এ দুর্ঘটনায় আহত হন বেশ কয়েকজন। দুর্ঘটনার কারণে চট্টগ্রামের সাথে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। এতে চরম ভোগান্তিতে পড়েন এই পথের যাত্রীরা।

রেলওয়ের কর্মকর্তারা জানান, অতিরিক্ত তাপমাত্রার কারণে লাইন বাঁকা হয়ে যায়। এ কারণেই ট্রেনের বগি লাইনচ্যুত হয়। ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি গঠন করেছে রেল কর্তৃপক্ষ।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply