রুশ নির্বাচনের মধ্যেই দেশে-দেশে পুতিন বিরোধী বিক্ষোভ

|

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের একচ্ছত্র আধিপত্যের প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ হয়েছে বিভিন্ন দেশে। প্রয়াত বিরোধী নেতা অ্যালেক্সেই নাভালনির স্ত্রীর ডাকে সাড়া দিয়ে ‘নুন অ্যাগেইনস্ট পুতিন’ কর্মসূচিতে যোগ দেন হাজারো মানুষ।

রোববার (১৭ মার্চ) রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচনের শেষ দিনে জার্মানির বার্লিনে ভোট দেন নাভালনির স্ত্রী ইয়ুলিয়া নাভালনিয়া। ব্যালট পেপারে স্বামী অ্যালেক্সেই নাভালনির নাম লিখে দিয়েছেন বলে জানান তিনি।

আরও অনেক দেশে রুশ দূতাবাসে ভোট দিতে যান প্রবাসী রুশ নাগরিকরা। পুতিনের বিরুদ্ধে অবস্থান নিতে এদের অনেকেই ব্যালট পেপার নষ্ট করে ফেলেন অথবা বিরোধী প্রার্থীদের ভোট দেন। ফ্রান্সের প্যারিসে আইফেল টাওয়ারে সামনে প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেন প্রায় একশ’ বিক্ষোভকারী। রুশ নির্বাচনের ফলাফলকে আন্তর্জাতিক স্বীকৃতি না দেয়া দাবি জানান তারা। যুক্তরাজ্যের লন্ডনেও রুশ দূতাবাসের সামনে পুতিন বিরোধী বিক্ষোভ করেন রুশ নাগরিকরা।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply