আজ ইসরায়েল-হামাস যুদ্ধের ১৬৪ তম দিন। ইসরায়েলি সামরিক বাহিনী ব্যাপক হামলা চালিয়েছে পশ্চিম তীরে। রোববার (১৭ মার্চ) আটক করা হয়েছে কমপক্ষে ২৫ ফিলিস্তিনিকে। আটককৃতদের মধ্যে গাজা থেকে আসা একজন অসুস্থ নারী ও শিশু রয়েছে। এক প্রতিবেদনে মিডেল ইস্ট আই এ তথ্য জানায়।
ফিলিস্তিনি প্রিজনার্স সোসাইটি (পিপিএস) এবং বন্দি ও প্রাক্তন বন্দি বিষয়ক মন্ত্রণালয় একটি যৌথ বিবৃতিতে জানায়, হেবরন, কালকিলিয়া, বেথলেহেম, জেনিন, তুলকারম, রামাল্লা এবং জেরুজালেমে পর্যায়ক্রমে আটক করা হয়েছে। যুদ্ধের প্রায় ৫ মাস পরও, পশ্চিম তীরে অব্যাহত ইসরায়েলি বাহিনীর ধরপাকড়।
এছাড়াও, জেনিন’সহ বেশকিছু আশ্রয় শিবির ও লোকালয়ে চলছে তল্লাশি। পাশাপাশি, দখলদার ইসরায়েলি বাহিনীরা হানা দিচ্ছে ফিলিস্তিনিদের বসতভিটায়। সংঘাতের পাল্টা জবাবও দিচ্ছে হামাস’সহ অন্য স্বাধীনতাকামী সংগঠনগুলো। ইসরায়েলের দাবি, নাশকতা নিমূর্লেই এ অভিযান।
/এআই
Leave a reply