Site icon Jamuna Television

‘চাঁদাবাজি ও হয়রানি বন্ধ করতে পারলে ৫শ’ টাকার নিচে গরুর মাংস বিক্রি করা সম্ভব’

গরুর চামড়ার কম দাম, চাঁদাবাজিসহ নানা হয়রানির সম্মুখীন হতে হচ্ছে মাংস ব্যবসায়ীদের। এসব অনিয়ম ও হয়রানি বন্ধ করতে পারলে ৫শ’ টাকার নিচে গরুর মাংস বিক্রয় সম্ভব বলে মনে করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামান।

সোমবার (১৮ মার্চ) দুপুরে রাজধানীর মিরপুর কালশী বাজারে উজ্জ্বল গোস্ত বিতানের কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

এ এইচ এম সফিকুজ্জামান বলেন, রোজায় জনগণের কথা বিবেচনা করে বিভিন্ন জেলায় কম দামে মাংস বিক্রি করছেন অনেকে। অতিরিক্ত লাভের কথা না ভেবে মাংস ব্যবসায়ীদের মতো অন্যদেরও এগিয়ে আসার আহ্বান জানান ভোক্তার মহাপরিচালক।

উল্লেখ্য, শাহজাহানপুরের আলোচিত ব্যবসায়ী খলিলের দেখানো পথে হেঁটে ৫৯৫ টাকায় গরুর মাংস বিক্রি করছেন মিরপুর ১১ নম্বরের উজ্জ্বল গোশত বিতানের উজ্জ্বল। প্রতিদিন প্রায় ১২টি গরু জবাই দেন উজ্জ্বল। রোজার মাসে ক্রেতাদের কথা মাথায় রেখে লাভ-ক্ষতির হিসাব করছেন না বলে জানান তিনি।

তারই দোকন দেখতে সকালে মিরপুরে ছুটে যান ভোক্তার মহাপরিচালক। উজ্জ্বলের দেখাদেখি একই বাজারের ব্যবসায়ী খোকনও একই দামে মাংস বিক্রি করছেন।

/এমএন

Exit mobile version