খাদ্য সংকটের প্রতিবাদে বিক্ষোভে উত্তাল আর্জেন্টিনা। সোমবার (১৮ মার্চ) কমিউনিটি কিচেনে খাবারের দাবিতে রাজধানী বুয়েনস আয়ার্স’সহ বিভিন্ন শহরে রাস্তায় নামে হাজারও মানুষ। এক প্রতিবেদনে জার্মান সংবাদ মাধ্যম ডয়েচে ভেলে এ তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়, অবরোধ করে শহরের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সড়ক। বিক্ষোভকারীদের সবাই বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্য। সরকারের সমন্বয় নীতি আর জরুরি খাদ্য পরিস্থিতিতে সেই নীতির প্রয়োগের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তোলেন তারা। এক পর্যায়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাস ছোড়ে পুলিশ। ছড়ায় সংঘর্ষ। তবে পাওয়া যায়নি কোনো হতাহত কিংবা আটকের খবর।
এসব কমিউনিটি কিচেন মূলত বিনামূল্যে খাদ্য বিতরণ করে। গেলো কয়েক বছর ধরেই মূদ্রাস্ফীতি আর দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে এসব কিচেনে বেড়েছে মানুষের ভিড়। কিন্তু সেই অনুপাতে বাড়েনি ডোনেশন। এরইমধ্যে, গেলো মাসে ঋণের বোঝা সামাল দিতে সামাজিক ব্যয় কমানোর ঘোষণা দেন প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই। আর সামাজিক ব্যয়ের অন্যতম কারণ এই কমিউনিটি কিচেনগুলো।
/এআই
Leave a reply